North24Paragana1

Apr 03 2023, 13:40

*পানিহাটি অঞ্চলের ৫০০ পথ কুকুরকে টিকা কর্মসূচি এক পশুপ্রেমীর উদ্যোগে*


উত্তর ২৪ পরগনা: কথায় আছে "জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর"।এই বাণী সত্যি করে দেখালেন পানিহাটির পশুপ্রেমী বিজয় সাউ।পানিহাটি বিধানসভা অঞ্চলের পথ কুকুরদের নিজের হাতে রান্না করে প্রতিদিন খাওয়ান বিজয় সাউ।পানিহাটি অঞ্চলের এক বেসরকারি স্কুলে কাজ করে সামান্য বেতন পান। আর সেই বেতন খরচ করে পথ কুকুরদের খাওয়ার দেওয়া থেকে শুরু করে সেবা সুশ্রুষা সবটাই করেন বিজয় বাবু।কেউ খুশি হয়ে টাকা দেন।সেই টাকা পথ কুকুরদের পেছনে খরচ করেন এই পশুপ্রেমী।

আজ পশুপ্রেমী বিজয় সাউ পানিহাটি বিধানসভা অঞ্চলের ৫০০ পথ কুকুরকে টিকা এলাকায় ঘুরে ঘুরে টিকা দিলেন।বিজয় সাউয়ের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পানিহাটি অঞ্চলের আপামর সাধারণ মানুষ।যেখানে দেখা যায় মানুষ কুকুরদের ওপর অত্যাচার করে।সেই জায়গায় দাঁড়িয়ে পথপুকুরদের প্রতি পশুপ্রেমী বিজয় সাউয়ের এই স্নেহ ভালোবাসা মানুষরুপী অভিভাবককেও হার মানাবে।

North24Paragana1

Apr 03 2023, 11:37

ফের সরব মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়


উত্তর ২৪ পরগনা: ফের বিস্ফোরক মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার ঘোলা মহিষপোতায় প্রবেশদ্বার উদ্বোধনে বলেন, "মমতা ব্যানার্জি অনেককে মন্দিরের পূজারী করেছিলেন। তবে সব পূজারী ভালো হয় নি ।কিছু কিছু পূজারী খারাপ হয়ে গেছে। তার মানে গোটা দলটা খারাপ হয়ে যায় নি ,মন্দিরটা খারাপ হয়ে যায় নি " ।

খড়দহ বিধানসভার ঘোলা মহিষপোতায় প্রবেশদ্বার উদ্বোধনের অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করে বলেন," সুজন চক্রবর্তীকে দেখে এখন মনে হয় পাক্কা বৈষ্ণব ।কোনদিন একটা পিঁপড়েও মারেনি।এই ভন্ডদের থেকে সাবধান থাকবেন।"

North24Paragana1

Apr 02 2023, 17:32

বসিরহাটে রাম নবমীর র‍্যালি


উত্তর ২৪ পরগনা:রামনবমী উপলক্ষ্যে বসিরহাট সবুজ সংঘ মাঠ থেকে রাম নবমীর মিছিলে (র‍্যালিতে) উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ সহ কয়েক হাজার বিজেপি কর্মীর সমর্থকরা ।পায়ে হেঁটে বন্যার্ধ শোভাযাত্রা (র‍্যালি) সারা বসিরহাট শহর ঘুরে সবুজ সংঘ মাঠে গিয়ে শেষ হবে ।

North24Paragana1

Apr 02 2023, 17:00

*ব্যবসায় ঝামেলার জেরেই রাজু খুন! খুনের নেপথ্যে গাড়ির চালককে সন্দেহ অর্জুনের*


 

উত্তর ২৪ পরগনা: রাজু খুনে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রাজু এক জন ব্যবসায়ী ছিল।দীর্ঘ দিন ধরে রাজুর সাথে সম্পর্ক'। মাঝে দুই বছর কথা হয়নি। বিহারের সাংসদ অর্জুন সিং এর বাড়ির এলাকাতেই রাজু ঝা এর বাড়ী। সেই সূত্রেই রাজুর সাথে যোগাযোগ। রাজু ঝা খুনের ঘটনায় রাজুর গাড়ির চালক কে সন্দেহ করছেন সাংসদ অর্জুন সিং।ড্রাইভারের মুড়ি খেতে নামা টাই সন্দেহজনক বলে সাংসদের মনে হচ্ছে।তবে রাজুর পরিবারের পাশে তিনি আছেন এবং থাকবেনও।

রাজু ঝা কে বিজেপি তে যোগদান একা সাংসদ অর্জুন সিং করান নি।তিনি বলেন, দিলীপ ঘোষের হাত ধরেই রাজু ঝা বিজেপি তে যোগদান করেছিল।তবে সাংসদ অর্জুন সিং জানান ব্যবসায়ী শত্রুতার জেড়েই রাজু খুন হয়েছে!

North24Paragana1

Apr 02 2023, 16:58

*ডিজিটালি জন্য উদ্বোধন হল ওয়েব জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম*

উত্তর ২৪ পরগনা: খড়দহ বিধানসভা বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের তরফে ডিজিটালি তথ্য সংগ্রহের জন্য উদ্বোধন হল "ওয়েব জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম"।এই ওয়েব জিআইএস সিস্টেম উদ্বোধন করেন দমদমের সাংসদ সৌগত রায়।মূলত গোটা পঞ্চায়েতের ভৌগোলিক ও সামাজিক নানা তথ্যাদি নিয়ে এই তথ্য ভান্ডার তৈরী করা হল। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের গ্রামীন কোন পঞ্চায়েতে এই প্রথম বলে খবর।

এই পরিসেবার মাধ্যমে পঞ্চায়েত ও সাধারণ জনগনের যোগসূত্র দৃঢ় হবে।সহজেই মিলবে অঞ্চল সম্পর্কিত নানা তথ্য।এর পাশাপাশি, বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের মানুষের জন্য সাংসদ সৌগত রায় উদ্বোধন করলেন একটি অ্যাম্বুলেন্স।এই দুটি উদ্যোগের ক্ষেত্রে প্রয়াত প্রাক্তন বন্দীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নাজমা বিবির প্রচেষ্টার কাজ শুরু হলেও প্রায় দুবছর পর রবিবার রুপায়ন হয় এই দুটি উদ্যোগ।

সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, বন্দীপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নুর নাহার বিবি, উপপ্রধান রুহুপ আলী , ব্যারাকপুর ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দেবব্রত চৌধুরী,জেলা পরিষদের সদস্য তাপসী দেবনাথ চ্যার্টার্জী ,ব্যারাকপুর ২পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শুকুর আলী পুরকাইত ,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমর পাল,বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ধীমান পাল সহ অন্যান্যরা।

North24Paragana1

Apr 02 2023, 16:14

*৬০ পেরিয়ে ৬১ তে পা রাখলেন সাংসদ অর্জুন সিং, শুভেচ্ছা বার্তা পাঠালেন নেত্রীও*


উত্তর ২৪ পরগনা:৬০ পেরিয়ে ৬১ বছরে পা রাখলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। রবিবার তাঁর জন্মদিনে দলীয় কর্মী ও অনুগামীদের শুভেচছা ও অভিনন্দন পেয়ে আপ্লুত সাংসদও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংসদকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।এপ্রসঙ্গে সাংসদের প্রতিক্রিয়া, দিদির কাছ থেকে শুভেচ্ছা বার্তা একটা বাড়তি আনন্দ তো বটেই। তবে নিন্দুকেরা যতই বলুক না কেন, জন্মদিনে শুভেচছা জানাতে এত মানুষের আগমন প্রমান করছে সাংসদের জনপ্রিয়তা এখনও অটুট।

North24Paragana1

Apr 02 2023, 13:57

*স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স পরিসেবা চালু হল আগরপাড়ায়*

উত্তর ২৪ পরগনা: আগরপাড়ায় কৃষ্ণধন চক্রবর্তীর স্মৃমির উদ্দেশ্যে আগরপাড়া পাঠাগারের উদ্যোগ চালু হল স্বল্প মূল্যের অ্যাম্বুলেন্স পরিসেবা।এই পরিসেবা দিন রাত্রি পাওয়া যাবে।আজ এর উদ্বোধন করলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

North24Paragana1

Apr 02 2023, 10:00

*টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ নিয়ে জগদ্দলের কাউগাছিতে তৃণমূলের কাঁদা ছোরাছুরি*


উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েতে সার্ভে কাজ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জগদ্দল বিধানসভার অন্তর্গত কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান চৈতালি কর্মকারের বিরুদ্ধে। অভিযোগকারী, শ্যামনগর দোলতলা মাঠ এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী শ্রীমতি দে। কাউগাছি-১ তৃণমূল সভাপতি স্বপন মন্ডলের পরামর্শ অনুযায়ী গত ২৭ মার্চ বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ওই মহিলা। আর এই ঘটনাকে কেন্দ্র করে জগদ্দলের কাউগাছিতে পঞ্চায়েত প্রধান চৈতালি কর্মকার ও কাউগাছি-১ তৃণমূল সভাপতি স্বপন মন্ডলের কাজিয়া চরমে। যদিও পঞ্চায়েত প্রধান চৈতালি কর্মকারের অভিযোগ, দু-তিন মাস আগে স্বপন মন্ডল একটা পুকুর ভরাট করছিলেন।

সেই অবৈধ কাজে তিনি বাঁধা দেন। তাই স্বপন মন্ডল শ্রীমতি দে নামক ওই মহিলাকে দিয়ে তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকুরী পাইয়ে ফেবার অভিযোগ খাড়া করেছেন। এমনকী চৈতালি দেবী দাবি করেছেন, শ্রীমতি দে নাকি বিজেপি করেন। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে প্রধানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন কাউগাছি-১ তৃণমূল সভাপতি স্বপন মন্ডল।এই বৈঠকে হাজির ছিলেন প্রতারিত তৃণমূল কর্মী শ্রীমতি দে।

পুকুরের মালিক বেবী দাসকে পাশে বসিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খন্ডন করে স্বপন মন্ডল। তার কথায়, ওটা পুকুর নয়। ওটা দু-কাঠা আয়তনের ডোবা। কিন্ত ওই ডোবার মালিক বেবী দাস ভদ্রকে অন্ধকারে রেখে পঞ্চায়েতের পক্ষ থেকে ওই ডোবায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছিল। অপরদিকে তৃণমূল কর্মী শ্রীমতি দে-র দাবি, পঞ্চায়েতে কাজ দেওয়ার নাম করে প্রধান তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছিলেন।

কাজ না হওয়ায় প্রধানের কাছে তিনি টাকা চেয়েছিলেন। টাকা চাওয়াতে প্রধান ক্ষেপে গিয়ে তাকে বিজেপির তকমা লাগিয়ে দিয়েছেন। এই ঘটনা নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক পল্লব কান্তি দাস বলেন, অভিযোগকারী মহিলা শ্রীমতি দে বিজেপির কেউ নন। দলের কোনও কার্যক্রমে ওই মহিলাকে দেখা যায়নি। তবে ওনি তৃণমূল করেন এটা জানি।

North24Paragana1

Apr 01 2023, 19:29

শিবপুরের ঘটনা ধামা চাপা দেওয়ার জন্যই সিআইডি তদন্ত দেওয়া হয়েছে দাবি বিজেপি নেতার


উত্তর ২৪ পরগনা: উস্কানিমূলক বার্তার জন্যই হাওড়ার শিবপুরে এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর সেই ঘটনাকে থামা চাপা দেওয়ার জন্যই সিআইডির তদন্ত দেওয়া হয়েছে। আমরা চাই এএনআই বা কেন্দ্রীয় কোন গোয়েন্দা সংস্থাকে এই তদন্তের ভার দেওয়া হোক। হাসনাবাদের রামনবমীর শোভাযাত্রা এসে এমনটাই মন্তব্য করলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ।

শ্রী রামনবমীর উদযাপন সমিতির টাকিনগরের উদ্যোগে শনিবার হাসনাবাদ হল বর্ণাঢ্য শোভাযাত্রা। হাসনাবাদের বিএসএফ মাঠ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। হাসনাবাদ থানার মোড় হয়ে মার্টিন রোড হয়ে টাকি শহর ঘুরে আবার হাসনাবাদের বিএসএফ মাঠেই সমাপ্ত হয় এই বর্ণাঢ্য রামনবমীর শোভাযাত্রা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা সায়ন্তন ব্যানার্জি, রাজু বন্দ্যোপাধ্যায় সহ প্রায় ১০ হাজার রাম ভক্তরা।

এই রামনবমীর শোভাযাত্রায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন সর্বভারতীয় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন," উস্কানিমূলক বার্তার জন্যই হাওড়ার শিবপুরে এমনই এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আর সেই ঘটনা পুলিশ নীরবে দাঁড়িয়ে থেকে দেখেছে।এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সিআইডি তদন্ত দেওয়া হয়েছে। আমরা চাই এন আই বা কেন্দ্রীয় কোন গোয়েন্দা সংস্থাকে এই তদন্তের ভার দেওয়া হোক। কেন্দ্রীয় শিশু কমিশনারের বেশ কয়েকজন অফিসাররা এ রাজ্যে এসেছিল তাদের ধাক্কাধুক্কি দেওয়া হয়েছে।

পাশাপাশি, রাজ্য পুলিশ তাদের অসহযোগিতা করেছে, এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,"পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।দোষীদের কোন শাস্তির ব্যবস্থা রাজ্য সরকার করে না, পশ্চিমবঙ্গের ধীরে ধীরে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। মিড ডে মিলের জন্য কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারকে ছশো কোটি টাকা দেওয়া হয়েছে, অথচ রাজ্য সরকার বলছে কোন টাকা দেওয়া হয় না কেন্দ্র সরকার থেকে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,'কেন্দ্র সরকার থেকে সব টাকাই রাজ্যে আসে, কিন্তু রাজ্য থেকে কোন হিসাব যায় না কেন্দ্রে, ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকার কোন হিসাব নেই, সেই টাকার হিসেব দিতে হবে রাজ্যকে।

North24Paragana1

Apr 01 2023, 19:24

মহা মিছিল সিটু কর্মচারীদের


উত্তর ২৪ পরগনা: আগামী ৫ই এপ্রিল সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কৃষক সভা রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়ন সহ বামপন্থী সমস্ত গণসংগঠন গুলোর ডাকে দিল্লির অভিযান সেই কর্মসূচিকে সফল করতে আজ সিআইটিইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে মহা মিছিলের ডাক দেওয়া হয়। এই মহা মিছিলের প্রধান দাবি নতুন শ্রম আইন বাতিল করা ২০২২ বিদ্যুৎ বিল বাতিল করা কৃষি আইন বাতিল করা এবং কৃষকদের ঋণ মুকুব করা সহ বিভিন্ন দাবিতে আগামী ৫ই এপ্রিল দিল্লি অভিযান সফল করতে আজকের এই মহা মিছিল এই মহা মিছিল। প্রায় ৮ কিলোমিটার পথ পরিক্রমা করে শুরু হয় ব্যারাকপুরের বর্ডার অঞ্চল এম্পরিয়াম জুট মিল গেট থেকে শুরু হয়ে খরদা ইলেক্ট্রো স্টিলের এসে এই মহা মিছিল শেষ হয়।

মহা মিছিল শুরুর আগে এম্পোরিয়াল জুট মিলের গেটে একটি সভা হয় সেই সভার পরে শেষ হয় ইলেক্ট্র স্টিলের গেটে সেখানে আবার সংক্ষিপ্ত সভা হয় এই মহা মিছিলে উপস্থিত ছিলেন সি আই টি ইউ সর্বভারতীয় নেতৃত্ব গার্গী চ্যাটার্জি ঝন্টু মজুমদার সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শিব শংকর ঘোষ প্রদীপ মজুমদার অনির্বাণ ভট্টাচার্য ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বিজলী কুমার মিত্র পীর মোহাম্মদ সহ সি আই টি ইউ সহ বিভিন্ন গণসংগঠনের ছাত্র যুব মহিলা এবং সি আই টি ইউ অনুমোদিত বিভিন্ন ইউনিয়নের কর্মীরা এই মহামিছিলে অংশগ্রহণ করে।